সুনামগঞ্জে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করার অপরাধে কমিউনিটি সেন্টরের মালিককে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তির নাম- আব্দুস সালাম। তিনি জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ শুক্রবার (২ জুলাই) দুপুরে জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে অবস্থিত জহুরা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এঘটনার খবর পেয়ে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই কমিউনিটি সেন্টরের মালিক আব্দুস সালামকে ৫০হাজার টাকা জরিমানা করাসহ বর ও কনের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল সাংবাদিকদের বলেন- করোনা ভাইরাসের সংক্রমনের উর্ধগতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে এই জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইসাসের সংক্রমন রোধে সরকারি বিধি নিষেধ পালনে সবাইকে সহযোগীতা করবে হবে।