করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ কমাতে চলমান ‘কঠোর বিধিনিষেধ’র সময়সীমা আরও সাতদিন বাড়ানো হয়েছে। আজ সোমবার (৫ জুলাই) আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর এই বিধিনিষেধ বাড়িয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দেয় করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি।
দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় গত ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। ৭ জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হবে। এখন আরও এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ বেড়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত হলো।