শেরপুর জেলার শ্রীবরর্দী থানা পরিদর্শন করেন বুধবার (৪ আগস্ট ২০২১ইং ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম(বার) মহোদয় শ্রীবরদী থানা পরিদর্শন করেন।শ্রীবরদী থানায় পৌঁছলে
অতিরিক্ত ডিআইজি মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফরোজা নাজনীন ও অফিসার ইনর্চাজ জনাব বিপ্লব কুমার বিশ্বাস।
পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শেরপুর জেলা পুলিশের একটি চৌকস দলের সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন।
পরিদর্শন কালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার সহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন। মহামারী করোনাভাইরাস রোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন।
পরে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ। এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে শেরপুর সদর থানার সামনে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম(বার) মহোদয় কে ফুলেল শুভেচছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ
চৌধুরী মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, অফিসার ইনচার্জ শেরপুর (সদর) থানা জনাব মনসুর আহমেদ, টিআই-১ জনাব জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।