বশির আলম,বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান
সরকার রাসেল সার্বিক সহযোগীতায় মহানগরীর ২০ নং ওয়ার্ড মজলিশপুরে কাজীপাড়া এলাকায় বিধবা মহিলার হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেন গাজীপুর মহানগরের যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার
রাসেল। গত ১১ই নভেম্বর ভার্চুয়ালী যুক্ত হয়ে এই কর্মসূচী উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এসময় গাজীপুর মহানগর
যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে আশ্রয়ণ কর্মসূচীর
আওতায় ঘর বিতরন করেছি। যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাবো। করোনাকালীন সময় মহানগর যুবলীগের নেতা কর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিয়েছি। মাস্ক বিতরন, খাদ্য সামগ্রী, সহায়তা, ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা প্রদান করেছি। সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে বিভিন্নভাবে সেবা করে যাচ্ছে।
গাজীপুর মহানগর যুবলীগে প্রতিটি নেতাকর্মীকে বলবো প্রত্যকের সাধ্য অনুযায়ী অসহায় ও গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে থেকে মানবিক সাহায্য করে যুবলীগকে একটি আদর্শের জায়গায় রূপান্তিরত করতে আহবান জানাচ্ছি।
যুবলীগ হবে একটি মানবিক সংগঠন। এসময় ঘর পেয়ে আনন্দিত বিধবা মহিলা বলেন, দীর্ঘদিন যাবত একটি ঘরের জন্য অনেক কষ্ট করেছি, আজকে ঘর পেয়ে আমি খুবই আনন্দিত, রাসেল সরকারের জন্য প্রান ভরে দোয়া করবো।
এসময় মহানগর যুবলীগের যুগ্ন আহবায় এস.এম আলমগীর হোসেন সহ যুবলীগের থানা ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।