শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
spot_img
Homeবিনোদনস্ত্রীকে চুমু খেয়ে তাক লাগালেন ‘কাঁচা বাদাম’ গায়ক

স্ত্রীকে চুমু খেয়ে তাক লাগালেন ‘কাঁচা বাদাম’ গায়ক

আলোচনার ঝড় তুলছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক ভুবন বাদ্যকর। এবার টেলিভিশন শোতে স্ত্রীকে চুমু খেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

সেই শোয়ের এক ঝলক প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানেই দেখা গেলো ভুবনের এমন কীর্তি। টিভি চ্যানেল স্টার জলসায় আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’।

এর  উপস্থাপক জনপ্রিয় অভিনেতা জিৎ। এই শোয়ের রেকর্ড পর্ব শেষ হয়েছে। সম্প্রতি সেই পর্বে হাজির হন ভুবন বাদ্যকর ও তার স্ত্রী।

সেখানে নিজের জনপ্রিয় গান ‘কাঁচা বাদাম’ গেয়ে নাচতে দেখা গেছে ভুবন বাদ্যকরকে। শুধু গানে নাচেই আটকে ছিলেন না ‘কাঁচা বাদাম’ গায়ক।

শোতে সবার সামনেই স্ত্রীকে চুম্বন করলেন তিনি। তা দেখে লজ্জায় লাল স্বয়ং সঞ্চালক জিৎ জানা যায়, শোতে ভুবন বাদ্যকরের স্ত্রীকে সঞ্চালক জিৎ জিজ্ঞেস করেন, ‘সুন্দর উপহার আপনাকে কী

দিয়েছে ভুবনদা?’ তার উত্তরে তিনি বলেন, ‘কিস’। তখন জিৎ জানতে চান, ‘কীভাবে কিস দেয়?’ তখনই স্ত্রীর দুই গালে চুম্বন করেন ভুবন। সেই মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।

এরপরও থেকে যায় চমক, কী সেই চমক, সেটা দেখতে গোটা শো সম্প্রচারের অপেক্ষা করতে হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ