শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারাদেশরংপুররাজারহাটে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের যাত্রা শুরু

রাজারহাটে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের যাত্রা শুরু

অবশেষে রাজারহাটবাসীর বহু কাঙ্খিত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর যাত্রা শুরু হলো। শনিবার সকালে উপজেলা সদরের চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামে নব-নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী এর উদ্ধোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়,২০১৬-১৭ অর্থ বছরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের অধীনে রাজারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের ১ফেব্রুয়ারী সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের নিকট এটি হস্তান্তর করেন।

রাজারহাট ফায়ার সার্ভিসের জন্য সরকার দু’টি অগ্নি নির্বাপক গাড়ি বরাদ্দ প্রদান করেছেন। ১৮শ লিটার পানি একটির নাম প্রথম কল পানি বাহী গাড়ি,দ্বিতীয়টির নাম দ্বিতীয় কল টানা গাড়ি। দ্বিতীয় কল টানা গাড়িতে পানি মজুদ থাকে না,তবে পাম্প মেশিন সংযুক্ত রয়েছে।

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুজ্জামান,উপ-সহকারি পরিচালক মনোরঞ্জন সরকার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুনুর মোঃ আক্তারুজ্জামান,উপজেলা মিহলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক। এছাড়া রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম প্রমূখ উপস্থিত ছিলেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ