মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জের ভারত সীমান্তে ট্রাক চাপায় নিহত এক বাংলাদেশী শ্রমিতের লাশ ৩দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
মৃত শ্রমিকের নাম- আকিব হোসেন (২৫)। সে জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ বুধবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশী শ্রমিক আকিব হোসেনের লাশ ফেতর দেওয়ার পর দুপুর ২টায় জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।
এর আগে গত সোমবার (১ নভেম্বর) সকালে জেলার ছাতক উপজেলার ইছামতি নদীর এলসি স্টেশনের জিরো পয়েন্টে বারকি নৌকা নিয়ে চুনাপাথর পরিবহণ করতে যায় শ্রমিক আকিব হোসেন।
ওই সময় ভারত থেকে চুনাপাথর বোঝাই করে নিয়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক রাকিব হোসেনের বারকি নৌকার ওপর উঠে যায়। এঘটনায় শ্রমিক আকিব হোসেন ঘটনাস্থলে মারা যায়।
এখবর পেয়ে ভারতের শীলং এর থালাব থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক আটক করে এবং শ্রমিক আকিব হোসেনের লাশ নিয়ে যায়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার উপ-পরিদর্শক শামসুল আরিফিন সাংবাদিকদের বলেন- ভারতীয় আইন অনুযায়ী ময়না তদন্ত শেষে শ্রমিক আকিব হোসেনের মৃত দেহ বিজিবি ও বিএসএফের উপস্থিতে হস্তান্তর করার পর তার পরিবারের নিকট দেওয়া হয়েছে।